As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5152

শিরক-বিদআত

প্রকাশকাল: 8 Mar 2020

প্রশ্ন

সহি হাদিসে যে সমস্ত দোয়া গুলো আছে সেগুলো মুখস্ত করে আমল করা যাবে, না সেগুলো ভালো করে বুঝে তারপর আমল করতে হবে?

উত্তর

ভালো করে বুঝে আমল করলে তো অবশ্যই ভালো। তবে এতটুকু জানবেন যে, কোন দুআ কখন পড়তে হয়? কী জন্য পড়তে হয়?