As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5121

সফর

প্রকাশকাল: 6 Feb 2020

প্রশ্ন

আমি গত সাত দিন যাবত অফিসের কাজে কুমিল্লায় যাচ্ছি। ফজরের নামাজ আদায়ের পর ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হই এবং কাজ শেষে এশার ওয়াক্ত থাকতেই বাসায় ফিরে আসি এবং এশার নামায আদায় করি। এখন আমার প্রশ্ন হলো কুমিল্লায় থাকা অবস্থায় যুহর এবং আসর সালাত কি কসর করতে হবে? ঢাকা থেকে কুমিল্লার দুরত্ব ৭৮ কিমি এর বেশি।

উত্তর

জ্বী, কুমিল্লায় থাকা অবস্থায় যুহর ও আসরের সালাত কসর করবেন। তবে স্থানীয় ইমামের পিছনে আদায় করলে পুরো চার রাকাতই আদায় করবেন। একাকী আদায় করলেই কেবল ২রাকআত পড়বেন।