১.সূরা ফাতিহা যদি পড়তে ভুলে যাই বা ভুলে গেছি এমন সন্দেহ হয় তাহলে কী সাহু সিজদা দিতে হবে? ২. ফজরের সুন্নাত নামাজ ছুটে গেছে তাহলে জোহরের নামাজের সাথে পড়ে নেয়া যাবে?
উত্তর
জ্বী, সূরা ফাতিহা পড়তে ভুলে গেলে সাজদায়ে সাহু দিবেন। ২। ফজরের ছুটে যাওয়া সুন্নাত নামায সূর্য উদিত হওয়ার পর পর পড়বেন।