As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5097

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jan 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমি সাবা,বগুড়া থেকে। আমার একটি প্রশ্ন ছিল। তা হলো বাবা মার আয় যদি হারাম হয় তাহলে মেয়ে সন্তানের ইবাদত কি কবুল হবে?কারণ মেয়ে সন্তান তার বিয়ের আগ পর্যন্ত বাবা মার আয়েই সাধারণত চলে । যদিও আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত হারাম থেকে নিষ্কৃতি দেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতার দায়িত্ব হলো হালাল সম্পদ দিয়ে অবিবাহিত মেয়ের ভরন পোষন করা। পিতা যদি এই দায়িত্বে অবহেলা করেন তাহলে পিতা দায়ী থাকবেন।