As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5091

সালাত

প্রকাশকাল: 7 Jan 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মসজিদে নামাজ পড়ার সময় কেউ সামনে থাকা অবস্হায় সিজদাহ করলে কি শিরক হবে?কারণ বাহ্যিক ভাবে দেখলে মনে হয় সামনের জনকে সিজদাহ করছে। দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে শিরক হবে না। মসজিদে লাইনে লাইনে দাঁড়াতে হবে, এটা প্রমাণিত বিষয়। সুতরাং এতে শিরক হলে মসজিদে তো নামাযই আদায় করা যাবে না। সুতরাং এতে কোন শিরক নেই। এই বিষয়ে কোন চিন্তা-ভাবনা করবেন না।