আপনি জানেন যে,একজন সরকারি কর্মচারী তার আয়ের একটি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এ যে টাকা রেখে দেয়। সেখান থেকে ১৩% সুদে (নির্ধারিত রেটে) প্রতি বছর প্রতি মাসের জমাকৃত অর্থের উপর একটি লভ্যাংশ দেয়। এই লভ্যাংশ পরবর্তী বছরে বেতন থেকে জমাকৃত টাকার সাথে যুক্ত হয়ে মূলধন হিসেবে গণ্য হয়। তার উপর পরবর্তী বছরে ১৩% সুদে লভ্যাংশ দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে
১) ইসলামে এই নির্ধারিত রেটে একজন সরকারি কর্মচারী সরকার থেকে যে টাকা পান সেটা কতটুকু সহীহ বা গ্রহণযোগ্য?
২)এখানে সুদ গ্রহণের মত জঘন্য গুণাহ কি একজন কর্মচারীর হবে?
৩) যদি এখানে সরকার থেকে দেওয়া হচ্ছে বিধায় হালাল বা গ্রহণযোগ্য হয় তাহলে সে ক্ষেত্রে জমাকৃত টাকার পরিমাণ যাকাতে অন্তর্ভুক্ত হবে কিনা?
৪) যাকাতের ক্ষেত্রে শুধু বেতন থেকে কর্তনকৃত টাকার যাকাত হবে নাকি মূল বেতন+ সুদের উপর হবে?
৫) আর বিভিন্নভাবে ব্যাংক লেনদেন থেকে যে সুদ দেওয়া হয়, তা দিয়ে যদি দেশের ইনকাম টেক্স বা আয়কর দেওয়া হয়, তাহলে তা কতটুকু সহীহ হবে?
উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ