আসসালামু আলাইকুম।আমাদের দেশে বেশিরভাগ হানাফি মাযহাব প্রচলিত। এখন আমি কিছু ক্ষেত্রে হানাফি আর কিছু ক্ষেত্রে অন্য মাযহাব এর মত গ্রহন করলে কি গুনাহ হবে? যেমন হানাফি মাযহাব এ মেয়েদের হায়েজ অবস্থায় কুরআন তিলওয়াত নিষিদ্ধ।কিন্তু অন্য মাযহাব এ জায়েজ। তাহলে আমি যদি এইখানে অন্য মাযহাব মানি তাহলে কি অসুবিধা আছে? আর আমি আবদুল্লাহ জাহাংগির স্যার,আহমাদুল্লাহ শায়েখ এর লেকচার শুনি। তারা ইখতেলাফি বিষয়ে অন্যান্য মত উল্লেখ করে তারপর সিদ্ধান্ত দেন বিষয় টা খুবই ভালো লাগে আমার। কিন্তু দেখা যায়, হানাফি মাযহাব বেশি প্রচলিত হওয়ার কারনে অনেক আলেম বা আলেমারা একটা মতকেই শুদ্ধ বলেন। অন্য মত জানান না। আবার অনেক ক্ষেত্রে নিজের মত কেই অধিক উত্তম বলেন। আমি সাধারণ মানুষ, কনফিউজড হয়ে যাই। আমার করনীয় সম্পর্কে একটু জানাবেন।