As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5047

লেনদেন

প্রকাশকাল: 24 Nov 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম হজরত। আমার বাবা মৃত্যুর পূর্বে সুদি ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রেখে ছিলেন ৷ আমার পরিবারের কেউ এমনকি আমার আম্মু জানতেন না যে আব্বু ব্যাংকে টাকা জমা রেখেছেন ৷ তিনি কোন উদ্দেশ্যে রেখেছিলেন তা আমরা জানি না ৷ উনার মৃত্যুর চার থেকে পাঁচ বছর পরে আমরা জানতে পারি যে আমার বাবা ব্যাংকে টাকা জমা রেখে ছিলেন এবং সেগুলো সুদের টাকা জমাতে জমাতে প্রায় দ্বিগুণ হয়ে যায় ৷এখন আমার প্রশ্ন হলো সুদের বাড়তি টাকা গুলো তুলতে পারব কিনা তুলতে পারলে কি করবো সেগুলো দিয়ে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক কোন ব্যাংকে একান্ত বাধ্য না হলে কোন ভাবেই টাকার রাখা যাবে না। আল্লাহ আপনার আব্বাকে মাফ করুন। মূল টাকাটা আপনারা নিয়ে অতিরিক্ত টাকা গরীব-অসহায় মানুষদেরকে দিয়ে দিবেন।