As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5025

হাদীস

প্রকাশকাল: 2 Nov 2019

প্রশ্ন

শায়েখ, আসসালামু আলাইকুম, আমার প্রশ্নঃ সচারাচর একটা হাদিস শুনতে পাই, তাহলো – মাং কলা লা – লাইলাহা ইল্লালা ফাদাখলাল জান্নাহ এখানে ফাদাখলাল হবে? না দাখলাল হবে? বুঝিয়ে বললে ভাল হয়। ।

উত্তর

হাদীসটির আরবী পাঠ হলো قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ । এখনে আছে দাখলাল জান্নাহ। তবে ফা যোগ করলে অর্থের কোন পরির্বত হবে না, ব্যাকরণগত ভুল হবে।