আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহ তায়ালার নামে শপথ করে সেটা ভেঙ্গে ফেলি তাহলে তো কাফফারা আদায় করতে হয় । কিন্তূ যদি আমরা যেকোনো গুনাহ করার পর এমন ভাবে দুআ করি যে, হে আল্লাহ আমাকে এইবারের মত মাফ করে দাও আর করবো না কিন্তু পরে আবার যদি ভুল হয়ে যায়, তখন ও কি কাফফারা আদায় করতে হবে?আর আমি আসলে আগে এ ব্যাপারে জানতাম না তাই যেকোনো গুনাহ করে বুঝতে পারলে আল্লাহ তায়ালার নিকট অমন করে দুআ করতাম । কিন্তু এখন বিষয়টি সঠিকভাবে জানার পরে আমাকে কি সবগুলোর জন্য কাফফারা আদায় করতে হবে? আর আমার আসলে সঠিক মনেও নেই কতবার এমন হয়েছে। আশা করি সঠিক উত্তর জানতে পারবো ইন শা আল্লাহ্।