As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4945

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 Aug 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি অনেক দিন আগে গোপনে একটা পাপ কাজ করি (কারো হক সংক্রান্ত নয়)। তার পর পর ই আমি অনুতপ্ত হই এবং তাওবা করি। এরপর আমি অনেকটা আবেগের বশে দুয়া করে ফেলি যে, আমি এমন একটা কাজ করলাম, দুনিয়ার সবাই জানুক কিন্তু আমার আব্বা আম্মা যেন না জানে। পরবর্তীতে কিছু দিন পর দেখি আস্তে আস্তে সবাই আমার কৃতকর্ম সম্পর্কে জেনে যাচ্ছে আমার আব্বা আম্মা ছাড়া। তখন আমার মনে হয় যে, আমি তো নিজের জন্য ভুলে একটা বদদোয়া করে ফেলেছি এবং তা কবুল হয়ে গেছে। আমি আন্তরিকভাবে চাই আল্লাহ আমাকে মাফ করে দিক এবং আর কেউ যেন আমার ঐ কৃতকর্ম সম্পর্কে না জানে। আমার কি করার আছে? কোন কাফফারা দেয়া লাগবে কি? একটু তাড়াতাড়ি জানাবেন দয়া করে। খুব পেরেশানিতে আছি।

উত্তর

ওয়া আলাইকুস সালাম। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনকে মাফ করে দিবেন।