আসসালামু আলাইকুম শাইখ, সমপ্রেম থেকে শুরু করে তাঁদের আলাদা সত্তা কে সবার কাছে প্রতিষ্ঠা করতে যে লড়াই চলেছে বিশ্বজুড়ে, তারই সমর্থনে পালিত হয় এই প্রাইড মান্থ । তথ্যসূত্র – Hindustan Timesবাংলা। ২০২১ সালের ১লা জুন-৩০শে জুন পর্যন্ত বিশ্বে সমকামিরা Pride Month উদযাপন করে। Coursera,Udemy,Skillshare,Edx ইত্যাদি শিক্ষামূলক সাইট যারা Graphic Design,Web Design,Web Development, Marketing,Ms Word ইত্যাদি শিক্ষামূলক কোর্স করায়। তারা Pride Month বা সমকামিতাকে সাপোর্ট করে। Pride Month উপলক্ষে Udemy সমকামীদের পতাকার সাথে মিল রেখে Logo তৈরি করে যা ১জুন – ৩০ জুন পর্যন্ত তাদের Website ও App এ বিদ্যমান ছিল। আবার Skillshare,Edx সমকামীদের পক্ষে ও Pride Month উপলক্ষে Instagram এ পোস্ট করে। আমার ১ম প্রশ্ন হলো,তারা সমাকামিতাকে সাপোর্ট করে তা জানার পরও এখন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এসব সাইটের কোর্স করতে পারবো কিনা। ২য় প্রশ্ন হলো এখন তাদের কোর্স করল সমকামীদের সাপোর্ট করা হবে কিনা।