As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4930

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Jul 2019

প্রশ্ন

কোন ব্যক্তি অসুখ বিসুখে কবিরাজ/ হুজুরদের কাছে যেতো। কবিরাজ/ হুজুররা যে সকল গায়েব বলতো সেগুলি বিশ্বাস করতো।অন্যদিকে জ্বিনরা আমল করলে টাকা পয়সা দিতে পারে এই বিশ্বাস নিয়ে কবিরাজদের কথামতো আমল করতো। সে এখন মৃত। ঐ মৃত ব্যক্তি জানতো না এইগুলি শির্ক। এই গুলি যে বড় শির্ক এটা বুঝার মতো জ্ঞান তার ছিল না।কেউ তাকে সতর্কও করে দেয়নি।সে নামাজ পড়তো।এখন প্রশ্ন হলো আল্লাহ কি তাকে মাফ করবেন? আর তার সন্তান ও স্বজনেরা কি ঐ মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবে?

উত্তর

দুআ করবেন। তার জন্য মাফ চাইবেন। মাফ করবেন কিনা সেটা তাদের চিন্তা করার দরকার নেই।