কোন ব্যক্তি অসুখ বিসুখে কবিরাজ/ হুজুরদের কাছে যেতো। কবিরাজ/ হুজুররা যে সকল গায়েব বলতো সেগুলি বিশ্বাস করতো।অন্যদিকে জ্বিনরা আমল করলে টাকা পয়সা দিতে পারে এই বিশ্বাস নিয়ে কবিরাজদের কথামতো আমল করতো। সে এখন মৃত। ঐ মৃত ব্যক্তি জানতো না এইগুলি শির্ক। এই গুলি যে বড় শির্ক এটা বুঝার মতো জ্ঞান তার ছিল না।কেউ তাকে সতর্কও করে দেয়নি।সে নামাজ পড়তো।এখন প্রশ্ন হলো আল্লাহ কি তাকে মাফ করবেন? আর তার সন্তান ও স্বজনেরা কি ঐ মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবে?