ওয়া আলাইকুমুস সালাম। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় মূমিন ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবেও এগুলো সম্মুখীন হতে পারে। আবার যথাযথ প্রক্রিয়া অনুসারে আয়-উপার্জন না করলেও অভা হতে পারে। যাই হোক আপনি এই দুআগুলো নামাযর সাজদাতে, নামাযে দরুদ শরীফের পরে এবং অন্যান্য যে কোন সময় পাঠ করবেন। 1. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
2. اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي
দ্বিতীয় দুআটি দুই সাজদার মাঝে পাঠ করবেন। এছাড়া আপনি একটি রাহে বেলায়াত বই সংগ্রহ করে সকাল-সন্ধ্যার দুআ গুলো নিয়মিত পাঠ করবেন। আশা করি আল্লাহ আপনাদেরকে সুখে-শান্তিতে রাখবেন।