স্বামী ইকামত দিয়ে নামায পড়াবেন। সফরে স্বামী-স্ত্রী জামাতে নামায আদায় করতে পারবেন। عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَابْنُ عَمٍّ لِي فَقَالَ لَنَا إِذَا سَافَرْتُمَا فَأَذِّنَا وَأَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا
মালিক ইবনে হুয়ায়রিস রা. বলেন, আমি এবং আমার চাচতো ভাই রাসূলের কাছে আসলাম। তখন তিনি বললেন, যখন তোমরা সফরে থাকবে, তখন আযান ও একমত দিবে আর যে বড় সে ইমামতি করবে। সুনানু তিরমিযী, হাদীস নং ২০৫। হাদীসটি সহীহ।