As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4894

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 Jun 2019

প্রশ্ন

সালামুন আলাইকুম.. একমাত্র বড় ছেলে ২৩ বছর বয়সে চাকুরীতে জয়েন করার পরই হঠাৎ তার মা মারা যায়। বাবার বয়স ৪৮-৫০এর ভিতরে। ছেলের বিয়ের জন্য যে মেয়ে (১৭) ঠিক করা হয়েছে, সে তার মায়ের সাথে ১৭ বছর যাবত নানুবাড়িতেই থাকে। কারন মেয়েটি যখন গর্ভে তখন তার বাবা রোড একসিডেন্টে মারা যায়। তারপর থেকে মেয়ের মা (৪০ বর্তমান) তার স্বামীর বাড়িতে থাকতে চাইলেও সেখানে থাকতে পারেনি!
এখন ছেলে (২৩) যদি মেয়ে (১৭) কে বিয়ে করে এবং ছেলের বাবা (৪৮-৫০) যদি মেয়ের মা (৪০) কে বিয়ে করতে চায়, তাহলে এটা কি ইসলামে অনুমোদন আছে? হ্যাঁ কিংবা না – উত্তরের পাশাপাশি ছোট্ট করে হলেও একটা ব্যাখা দিয়ে দিলে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ছেলের বাবা মেয়ের মাকে বিবাহ করতে পারবেন কোন সমস্যা নেই। বিবাহ করা যাদের নিষেধ তাদের ভিতর বিয়াইন নেই। সুতরাং বিয়াইনকে বিবাহ করতে বাধা নেই।