As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4880

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Jun 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম।আমি লন্ডন এ ছিলাম অনেক দিন। পরে কানাডা চলে যাই। যাওয়ার সময় আমার কিছু credit card ও লোন ছিল। যা আমি পরিশোধ করে যাইনি। তা ১০ বছরের ও বেশী আগে। কিন্ত এখন আমি তা পরিশোধ করতে চাই। কিন্তু ব্যাক এ যোগাযোগ করলে তারা কোন রেকর্ড পাচ্ছে না কারন কোন লোন ৭ বছরের বেশী পুরোন হলে, আর শোধ না করলে ঐ লোন write off হয়ে যায়। তাই ব্যাক এর সাথে যোগাযোগ করে লাভ হচ্ছে না। এখন এই লোন নিয়ে আমার করনিয় কী? এই লোন মাথায় নিয়ে আমি মরতে চাই না। দয়া করে উত্তর দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ ব্যাংকে নতুন একটি একাউন্ট খুলে যে পরিমান টাকা ব্যাংকটি আপনার কাছে পেত সেই পরিমাণ টাকা ঐ এ্যাকাউন্টে রেখে আপন চলে যান। আপনি এই টাকা আর তুলবেন না। এভাবে ঐ টাকা ব্যাংকের নিজস্ব সম্পদ হয়ে যাবে।