As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4859

সালাত

প্রকাশকাল: 20 May 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমরা অনেকে নামাজে জামাতে উপস্থিত হতে না পারলে কয়েকজন মিলে আবার জামাতে নামাজ আদায় করি। আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বার জামাতের আগে ইকামাহ দিতে হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে দ্বিতীয় জামাত না করা উত্তম। জামাত শেষ হয়ে গেলে একাকী নাাময আদায় করবে। তারপরও যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দিবে না।