আসসালামু আলাইকুম আমার জানামতে রমজানের সেস দশকের যেকোনো বিজর রাতে সবে কদর হতে পারে। এখানে আমি জানতে চাই যে সারা প্রিথিবিতে কি একই দিনে সবে কদর হবে। আর তা যদি হয় তাহলে সব দেশে বিজর রাত ত একই দিনে হবে না কারন আমদের দেশে যেদিন বিজর রাত সেদিন সউদিতে জোর রাত। এবং আমার জানামতে কদর এর রাতে কুরআন নাজিল হয়। সে ক্ষেত্রে কি হবে।