As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4855

হালাল হারাম

প্রকাশকাল: 16 May 2019

প্রশ্ন

আসসালমুআলাইকুম, আমার মা প্যারালাইজড এবং উনার পরিচর্যার জন্য যোথেস্ট মানুষ নেই। উনাকে পরিষ্কার করানোর সময় এবং কাপড় বদলানোর কাজ কি আমি করতে পারব। এজাতীয় রোগীদের দীর্ঘ দিন বিছানায় থাকতে পিঠে এবং নিম্নাংশে ঘা হয়ে যায়। এগুলোর পরিচর্চা করতে গেলে বিব্রতকর অবস্থায় পড়া আবশ্যক। উনি পর্দানশীন মহিলা ছিলেন, কিন্তু এখন এত বেশী পর্দার লঙ্ঘন হচ্ছে, আমি উনার মৃত্যু কামনা করছি এই পরিস্থিতি থেকে উনাকে বাঁচানোর জন্য। আমরা কি এটি করতে পারি। আল্লাহ কেন এতো বিব্রত করছেন এত আমলদার মানুষ কে !

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনার মাকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন। জ্বী, আপনি তার প্রয়োজনীয় পরিচর্জা করতে পারবেন। পরিস্কার করানো, কাপড় বদলানো সবই করতে পারবেন। যতটা সম্ভব পর্দা মেনেই করবেন। আপনি মৃত্যু কামন করবেন না। এই অবস্থা থেকে পরিত্রান কামনা করবেন। আল্লাহ কখনো কখনো ভাল মানুষদেরও পরীক্ষায় ফেলে থাকেন। সবর করতে হব আল্লাহর ক্ষমা ও জান্নাত পাওয়ার জন্য।