As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4843

হালাল হারাম

প্রকাশকাল: 4 May 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
১……আমি অনাস ২য় বষের ছাত্র। আমি আল্লাহর পথে ফিরতে চায় এবং কুরআন ও সুন্নাহ এর আলোকে জীবনযাপন করতে চাই। আমি নামায কিংবা কুরআন পড়া কোন কিছুতেই তৃপ্তি পায় না। মনে হয় যেন ভুল হয়েছে। এছাড়াও আমার নামায, কুরআন পড়া বেশি দিন স্থায়ী হয় না। আমি আবার বিমুখ হয়ে পড়ি। আমি এ অবস্থা থেকে বের হতে চাই এবং কিভাবে আল্লাহর পথে চলতে পারবো। এজন্য কি করা উচিত একটু বলবেন। ২……
আমার জন্য ভালো হবে এমন কিছু বই এর লিস্ট দিয়েন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মনকে দৃঢ় করে ইসলামের পথে অবিচল থাকুন। আমরা আপনার জন্য দুআ করে আল্লাহ আপনাকে ধর্মের পথে অটুট থাকার তাওফিক দান করুন। আপনি বেলা ফুরাবার আগে বইট দ্বারা ইসলাম বিষয়ে আপনার পড়াশোনা শুরু করুন। খুব দ্রুত বইটির ব্যবস্থা করুন। এরপর ইসলাম বিষয়ে জানতে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর লিখিত বইগুলো সংগ্রহ করে পড়তে থাকুন।