As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4840

বিবিধ

প্রকাশকাল: 1 May 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শায়েখ আশা করি আল্লাহ রহমতে ভাল আছেন, আমি অনলাইনে গ্রাফিক ডিজাইনের কাজ করি। মূলত বিদেশি ক্লায়েন্টদের জন্য কাজ করতে হয় । আমি সাধারণত বিভিন্ন ডেমো ডিজাইন করে বিভিন্ন মার্কেটে বিক্রয় করি। এক্ষেত্রে আমাকে খ্রিস্টানদের ক্রিসমাস (বড়দিন), খ্রিস্টান ধর্ম, ওয়াইন (মদ), ভালবাসা দিবস ইত্যাদি ডিজাইন করতে হয়। নিচে কিছু ডিজাইন প্রদর্শন করা হলো। মূলত আমি জানতে চাচ্ছি (প্রদর্শিত) এই ধরনের ডিজাইনগুলো করা আমার জন্য ইসলামের দৃষ্টিতে হালাল হবে কী না? ধন্যবাদান্তে, দ্বীন ইসলাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এসব ডিজাইন আপনি করতে পারবেন না। ইসলাম যে ধর্ম-সংস্কৃতির অনুমোদন দেয় না, যে কাজের অনুমোদন দেই না সেসব বিষয়ের কোন গ্রাফিক্স/ডিজািইন করা জায়েজ নয়। আপনি অবিলম্বে এই কাজ ত্যাগ করে স্বচ্ছ ও সুন্দর কর্মের ব্যবস্থাকরুন।