As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4811

কুরআন

প্রকাশকাল: 2 Apr 2019

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু…..
আছ-সুন্নাহ ট্রাস্টের সকল কর্ম-কর্তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। মুছলমান হয়ে যদি কেও কোরাণ পরাকে কঠিন মনে করে তার কতটুকু গুণাহ হবে? কোরাণ শুধু রিডিং পরলেই হবে নাকি মাতৃ ভাষায় বুঝে পরতে হবে। আমি বর অসহায় হয়ে কথাটা জিজ্ঞাস করছি। অনুগ্রহ করে উত্তরটা দিলে আমি বরই উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন শেখা সবার কাছে এক রকম সহজ মনে হয় না, কারো কাছে কঠিন মনে হতে পারে। মেধা কম হলে কঠিন হওয়া অস্বাভাবিক নয়। সুতরাং কঠিন মনে করা গুনাহ নয়। কিন্তু কঠিন মনে করে না শিখে বসে থাকা যাবে না। কুরআন মাতৃভাষায় বুঝতে পারলে তো খুবই ভালো। তবে একজন মুসলিমের জন্য কুরআন আরবী ভাষায় সহীহ-শুদ্ধভাবে পড়তে জানা খু্বই প্রয়োজনীয়।