আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায়, মাসবুক ব্যক্তি ডানদিকে সালাম ফেরানোর পরেই দাঁড়িয়ে যান। আবার অনেকে দুইবার সালাম ফেরানোর পরে দাঁড়ান। এক্ষেত্রে কোনটি সঠিক? একবার সালাম ফেরানোর পর দাঁড়ালে কি নামাজের কোনো সমস্যা হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। একবার সালাম ফেরানোর পর দাঁড়ালে নামাজের সমস্যা হবে না, তবে দুই দিকে সালাম ফেরানোর পর দাঁড়ানো সঠিক পদ্ধতি।