As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4788

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 Mar 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম,, কোন অসুস্থ বৃদ্ধা মহিলা হাঁটাচলায় সমস্যা, যার প্রস্রাব আসলে যেতে যেতে বের হয়ে যায়, ঠান্ডার সমস্যা রয়েছে এক্ষেত্রে কি তায়াম্মুম করা যাবে ও পবিত্র হওয়ার বিধান কী?
অসুস্থকে অন্য কেউ ওযু করিয়ে দেওয়ার বিধান আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাঁটা চলায় বা প্রস্রাবে সমস্যা হলে তায়াম্মুম করা যাবে না। ওযুই করতে হবে। বাড়ির অন্যরা তাকে ওযু করতে সাহায্য করবে। অসুস্থকে অন্য কেউ ওযু করিয়ে দিতে কোন সমস্যা নেই। তবে পানি ব্যবহারের কারণে যদি তার ঠান্ডা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তায়াম্মুম করতে পারবে।