As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4786

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 8 Mar 2019

প্রশ্ন

১। হলুদ বা লাল গেঞ্জি নিচে পড়ে উপরে শার্ট বা পাঞ্জাবী পড়ে নামাজ পরলে নামাজ হবে কি না আর গুনাহ হবে কি না?

উত্তর

নামায হবে। তবে লাল কোন পোশাক পুরুষ মানুষ উপরে, নীচে কোথাও পরবে না।