As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4770

সালাত

প্রকাশকাল: 20 Feb 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম:
১: নামাজের কাতার সোজা করা সুন্নত নাকি ওয়াজিব?
২:নামাজের নিয়্যত করার সময় হাত কত টুকো উঠাতে হবে, আমার গ্রামে সবাই কান ধরে নিয়ত করে আর এটাকে মুস্তাহাব মনে করে, সঠিক কোন টা?
জাঝাকল্লাহু খাইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাতার সোজা করা ওয়াজিব। বিভিন্ন হাদীসে কাতার সোজা করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২। কান ধরা লাগবে না, কান বরাবর হাত উঠাবে। কান বরাবর হাত উঠানো সুন্নাহসম্মত।