As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4760

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Feb 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম শায়েখ। শায়েখ আমি গত কয়েকদিন আগে বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর নাক ফুটা করা নাই, তার ইচ্ছা সে নাক ফুটা করবেনা। সে টিপ নাকফুল পরতে চায়। কিন্তু আমার পরিবার সেটা মানতে চাচ্ছেনা। তারা নানাভাবে তাকে প্রেসার দিচ্ছে নাকফুটা করার জন্য। আবার তারা এটাও বলে যে, নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হয়। এখন আমার প্রশ্ন হলো, ইসলামে কি নাক ফুটা করা বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে এরকম কোনো বিধান আছে কি? নাকফুল পরা কি বাধ্যতামুলক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। ইসলামে নাক ফুটা করা বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে, এই মর্মে কোন কথা নেই। নাকফুল পরা বাধ্যতামূলক তো দূরের কথা, নাকফুল পরার কোন কথায় নেই। বরং তাকে নাক ফুটা করা, বা নাক ফুল পরতে বাধ্য করা অন্যায় হবে, কারণ নিস্প্রয়োজন একটি বিষয়কে কারো উপর চাপিয়ে দেয়া ভারি অন্যায়।