As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4749

হালাল হারাম

প্রকাশকাল: 30 Jan 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, অযান্ত্রিক যানবাহন যেমন রিক্সা, ভ্যান ইত্যাদির লাইসেন্স এর জন্য কর্তৃপক্ষের আবেদন করতে হয় । কর্তৃপক্ষ মোট আবেদনকারীদের মধ্যে হতে লটারীর মাধ্যমে সীমিত সংখ্যক আবেদনকারী বাছাই করে তাদের লাইসেন্স দিবে । আবেদনকারীরা ১০০ টাকা মূল্যে আবেদনপত্র ক্রয় করে । আমার প্রশ্ন হলো এ ধরনের লটারীর মাধ্যমে আবেদনকারী বাছাই করে লাইসেন্স দেয়া কি জায়েজ? জাযাকাল্লাহু খাইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী,জায়েজ। তবে এর চেয়ে ভালো কোন পথ খুঁজে পেলে সেটা করা উত্তম।যেমন যদি তাদের মধ্যে সবচেয়ে গরীবদের সনাক্ত করা যায়, তাহলে সবচেয়ে গরীবদের লাইসেন্স দিবে।