As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4741

যিকির দুআ আমল

প্রকাশকাল: 22 Jan 2019

প্রশ্ন

প্রশ্ন ১: সিজদায় আমরা আমাদের ব্যক্তিগত চাহিদার কথা কিভাবে সহজে মহান আল্লাহর সমীপে পেশ করতে পারি। এক্ষেত্রে কোন সুনির্দিষ্ট নিয়ম আছে কি না? প্রশ্ন ২: আয়াতে শিফা হিসেবে সূরা ফাতিহা বাচ্চাদের উপর কত বার পড়ে ফু দিতে হবে? ৭ বার নাকি ৪১ বার? এরকম কোন সংখ্যা আছে কি না?

উত্তর

১। না, সুনির্দিষ্ট কোন নিয়ম নেই। নামাযের পর নিজের ভাষায় চায়তে পারেন, নামাযের দুআ মাসুরার সময় কুরআন হাদীস থেকে আপনার প্রয়োজন উপযোগী যে কোন দুআ পড়তে পারেন। নামাযের সাজদার মধ্যের কুরআন-হাদীসের যে কোন দুআ পড়তে পারেন। নামাযের বাইরেও যে কোন সময় আল্লাহা কাছে চাইতে পারেন। দরুদ শরীফ পাঠ করে দুআ করবেন। ২। এই বিষয়ে বিস্তারিত জানতে রাহে বেলায়াত বইয়ের শেষ অধ্যায়টি পাঠ করুন।