আসসালামু আলাইকুম, আমি আমার পারিবারিক প্রশ্ন করতে চাই,
আমি জানি যে, আমরা পুরুষরা ঈমানের সাথে আখিরাতে গেলে জান্নাত পাবে,
আর জান্নাতে গেলে আমরা পুরুষেরা হুর পাবে 70 জন । একজন নারী যদি ঈমানের সাথে আখিরাতে যায় তাহলে ঐ নারীও জান্নাত পাবে। প্রশ্ন 1- ঐ নারী কি এমন কিছু পাবে? একজন পুরুষ যেমন হুর পাবে?
প্রশ্ন 2- আমি যদি জান্নাতি হই এবং আমার স্ত্রীও যদি জান্নাতি হয় তাহলে আমরা কী জান্নাতে একসাথে থাকতে পারবো / এক হতে পারবো?
আমাকে প্রশ্ন করতে দেওয়ার জন্য যাযাকাল্লাহ খাইরান
উত্তর পাওয়ার আশায় রইলাম সাথে দলিল