আসসালামু আলাইকুম স্যার আমি স্টুডেন্ট, পছন্দ করতাম আমার ওয়াইফ কে ফ্যামিলিতে জানিয়েছি। দুই ফ্যামিলি শেষে রাজি হয়েছে। ছোট আয়োজনে কাবিন হয়েছে। দেনমোহর ৫ লক্ষ নির্ধারণ করেছে। বিয়ের মজলিসে মানে কবুল বলার আগে আমার পক্ষ থেকে স্ত্রীকে একটা গোল্ড রিং দিয়েছি এনগেজ বা ভানা যেটাকে বলে। আনুষাংগিক খরছের পর আমার ওয়াইফকে মোহর দেওয়ার মতো বিয়ের রাতে ৫০০টাকা ছিল আমার কাছে। আমি ওকে ৫০০টাকা হাতে দিয়ে বলেছি এই মুহুর্তে এইটুকুই আমার কাছে আছে তুমি এটা মোহরের অংশ হিসেবে রাখ। বাকিটা আমি আস্তে আস্তে উপার্জন করে দিব। সে নিজ ইচ্ছায় সম্মতি দিয়েছে এবং আমাকে পরিষোধের সময় দিয়েছে যে আপনি ধীরে ধীরে দিয়েন। আলহামদুলিল্লাহ আমাদের ১বছর হয়ে গেলো বিয়ের। এরই মধ্যে ও আমার মোহার সইচ্ছায় মাফ করে দিয়েছে পুরা। বাট আমার ইচ্ছা আমি কিছু হলেও উপার্জন করে দিব। প্রশ্ন : স্ত্রীর সাথে আমার সহবাস কি শরীয়া মোতাবেক হচ্ছে কিনা। বা এইভাবে মোহরানার কারনে আমি কি শরীয়াপরিপ্নথী কিছু করছি কিনা.? প্রশ্ন : মাফ করাটা কতোটা আমার জন্যে হালাল.?