As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4718

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Dec 2018

প্রশ্ন

কুকুর পালা বলতে আসলে কি বুঝায়?
আমি জেনেছি যে, ইসলামে কুকুর পালা হারাম (৩ টি কাজ ছাড়া)। কিন্তু কোন কুকুরকে কি খাওয়ানো হারাম? মানে আমাদের বাড়ির আশেপাশের কুকুরগুলাকে প্রায় সময় হাড্ডা/ খাবার দেয়া কি হারাম হবে?

উত্তর

না, বাড়ির আশেপাশের কুকুরগুলাকে খাওয়াতে কোন সমস্যা নেই।বাড়িতে মুরগী,ছাগল, গরু পালন করা বলতে যা বুঝায় কুকুর পালন বলতেও সেটােই বুঝায়।