As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4698

হালাল হারাম

প্রকাশকাল: 10 Dec 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহ প্রিয় শাইখ
একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা …..
1. হোমিওপ্যাথি চিকিত্সা শেখা কী জায়েজ হবে? যেহেতু
হোমিওপ্যাথি ঔষধে 90%-93% alcohol থাকে এটা দিয়ে চিকিত্সা হয়। এতে কোনো অসুবিধা হবে?
খুব গুরুত্বপূর্ণ তো। নইলে উল্টে গুণাহ হবে। ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ জায়েজ। মানুষকে চিকিকৎসা দেওয়া খুবই সওয়াবের কাজ।