As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4665

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Nov 2018

প্রশ্ন

মুহতারাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংক নামে মূল ব্যাংকের শাখা খুলেছে। যার কার্যক্রম মুল ব্যাংকের মতোই শুধুমাত্র বিনিয়োগ ব্যবস্থা ছাড়া সকলপ্রকার লেনদেন যেমন, টাকা/চেক আদান প্রদান, ডিপিএস, ফিক্সট ডিপোজিট, র্যামিট্যান্স প্রদান, অনলাইনে টাকা পাঠানো এবং গ্রহণ করা ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়। আমি আমার স্থানীয় কয়েকজন ওলামায়ে কেরামকে নিয়ে এমন একটি শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকের এজেন্ট নিয়ে ব্যবসা করতে আগ্রহী। এতে করে ইসলামী অর্থনীতিতে আমাদের কিছু সংখ্যক ওলামায়ে কেরামের সম্পৃক্ততায় অর্থনৈতিক সুবিধা গ্রহণ ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা রাখি। এখন প্রশ্ন হলো শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকের এজেন্ট নিয়ে ব্যবসা করা বৈধ/হালাল হবে কিনা? জানিয়ে উপকৃত করবেন। আল্লাহ আমাদের/আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং সঠিক হালাল উপার্জনের তৌফিক দান করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকের এজেন্ট নিয়ে ব্যবসা করতে কোন সমস্যা নেই। তবে উক্ত ব্যাংকটি ইসলামী শরীয়াহ মোতাবেক বাস্তবেই চলছে কিনা সেটা যাচাই করে নিবেন।