As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4657

আখিরাত

প্রকাশকাল: 30 Oct 2018

প্রশ্ন

আল্লাহর তরফ থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ, যদি কোনো ব্যাক্তি জীবনে ঠিকমত নামাজ না পড়ে বে নামাজি হতে মারা যায়, তার সন্তানেরা যদি নেককার হয়ে থাকে নামাজ পড়ে তার জন্য দুয়া করতে থাকে তাহলে কি সে কবরে মাফ পাবে নাকি আযাবে পতিত হবে?

উত্তর

সন্তানের দুআ পিতা-মাতার জন্য খুবই উপকারী। সন্তানদের কর্তব্য হলো পিতা-মাতার জন্য দুআ করা। আর মাফ পবেন কিনা, পেলেও কীভবে সেটা কিয়ামতের দিন জানা যাবে।