আমাদের এলাকার এক খতিব তার বক্তব্যে প্রায় বলেন যে ১৮হাজার মাখলুকাত সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আর মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লার উপকারের জন্য!তাছাড়া তিনি সুদের সাথে জড়িত!এখন তার পেছেনে নামাজ পড়াড় হুকুম কী?
আর আমি বিগত কয়েক জুমআ এলাকার বাইরে গিয়ে আহলে হাদিস মসজিদে নামাজ পড়ি। কারন আমাদের এলাকায় খুুতবার সময় দোয়া হয় না। হাদিসে পড়েছি খুতবায় দোয় কবুল হয় এখন এলাকা ছেড়ে নামাজ পড়লে গুনাহ হবে?