As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4656

ঈমান

প্রকাশকাল: 29 Oct 2018

প্রশ্ন

আমাদের এলাকার এক খতিব তার বক্তব্যে প্রায় বলেন যে ১৮হাজার মাখলুকাত সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আর মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লার উপকারের জন্য!তাছাড়া তিনি সুদের সাথে জড়িত!এখন তার পেছেনে নামাজ পড়াড় হুকুম কী?
আর আমি বিগত কয়েক জুমআ এলাকার বাইরে গিয়ে আহলে হাদিস মসজিদে নামাজ পড়ি। কারন আমাদের এলাকায় খুুতবার সময় দোয়া হয় না। হাদিসে পড়েছি খুতবায় দোয় কবুল হয় এখন এলাকা ছেড়ে নামাজ পড়লে গুনাহ হবে?

উত্তর

ইমাম আল্লাহভীরু হবে, মাসআলা-মাসায়েল ভালো জানবেন এমন হওয়া উচিৎ। ভালো ইমাম নেওয়া দায়িত্ব মসজিদ কতৃপক্ষের। তারা যদি তাদের দায়িত্ব পালন না করে তাহলে তারা দায়ী থাকবে। তবে ইমাম ভালো নয় এই অজুহাতে জামাত ত্যাগ করা যাবে না। সাধারণ মুসল্লিরা যদি অন্য কোন মসজিদে ভালো কোন ইমামের পিছনে নামায পড়ে তাহলে সেটা নি:সন্দেহ ভালো। খুবতবার সময় খুতবার মধ্যে তো সকল মসজিদেই আরবীতে দোআ হয। সম্ভবত আপনি আরবী বুঝতে না পারার কারণে সমস্যায় পড়েছেন।