আমি, আমার বউ আর আমার দুই ভাই (ভার্সিটিতে পড়ে) নিয়ে আমাদের বাসায় থাকি। আমার বউ পর্দা করে। এখন সে আমাকে নিয়ে ঢাকা মুভ করতে চাচ্ছে। কারন সে বাসায় ফ্রিলি চলাফেরা করতে পারে না। সামনে বাবু হবে। বাবু কে নিয়া এক রুমের ভিতর থাকতে পারবে না। আমার ইনকাম ও খুব বেশি না, তার উপর আমি নিজেও চাইছি না বাসা ছেড়ে ঢাকা গিয়ে থাকি। নিজের এলাকার একটা টান ও আছে। ছোট থেকে বড় হইছি প্লাস নিজেদের বাড়ি। পর্দা যারা করে তারা কি সবাই ফেমেলি ছেড়ে আলাদা থাকে শুধু পর্দার কারনে। কেউ কি মানিয়ে চলে না?ইসলাম নাকি বলেছে বিয়ের পর আলাদা হয়ে যেতে।একক পরিবারে থাকা নাকি ইসলাম সাজেশন দেয়।