As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4646

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Oct 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি হিন্দু পরিবারগুলোকে কুরআনের অনুবাদ শোনাই। তারা অনেকেই ইসলাম বিশ্বাস করে। একটা ১৪বছরের মেয়ে মুসলিম হতে চায়। সে আমাকে পছন্দ কর। মেয়েটা জাহান্নাম কে ভয় কর। আবেগী নয়,সে বাস্তববাদী। আমার বাবা বলেছে পুরো পরিবার মুসলিম না হলে বিয়ে করা যাবে ন, করলে আমাকে তেজ্য করবে। কিন্তু আমি ইসলামের স্বার্থে বিয়ে করতে চাই। মেয়েটির রুপে কিন্তু আমি পাগল হইনি। আমার কি করা উচিত? বাবা মা কে বুঝানোর চেষ্টা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার পিতা-মাতার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এভাবে বিয়ে করলে অনেক জটিলতায় পড়তে হতে পারে, যা আপনি একাকী সমাধান করতে পারবেন না। সুতরাং সময় নিয়ে চিন্তাভাবনা করে, কাছের লোকদের সাথে পরামর্শ করে সামনে এগুবেন।