As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4644

সালাত

প্রকাশকাল: 17 Oct 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম….
১। অনেক সময় দেরি করার দরুণ মসজিদে একটা কাতারে শুধু আমাকেই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়,অন্য মুস্ললিরা সামনের কাতারে থাকেন। এভাবে এক কাতারে মাত্র ১জন দাড়ালে তা কি বিশুদ্ধ হবে?
২। জামাতে সালাত আদায়ে আল্লাহু আকবার বলে আমি কি সানা,আঊযুবিল্লাহ,বিসমিল্লাহ ৩টাই পড়বো?এগুলা পড়া শেষ হবার আগেই যদি ইমাম কিরায়াত পাঠ শুরু করেন তাহলে আমি কি ক্বিরাত শুনবো নাকি আমি আমার পড়া শেষ করব?
৩। একাকি সালাত আদায়ে ক্বিরাত বা অন্যান্য দোয়া পাঠ করার সময় কি ঠোট নাড়ানো জরুরি(শব্দ না করে),নাকি মনে মনে ঠোট না নাড়িয়ে পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক কাতারে একজন নামায পড়া সঠিক নিয়ম নয়। সামনে থেকে একজনকে টেনি নিয়ে দুইজন মিলে দাঁড়াতে হয়। তবে কাউকে টানতে গেলে বিব্রতকর অবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে একাই নামায পড়বে। ২। শুধু সানা পড়বে। ক্বিরআত শুরু হয়ে গেলে ক্বিরাত শুনবেন। ৩। একদম ঠোট না নাড়িয়ে পড়া যায় না, কল্পনা করা যায়। সুতরাং ঠোট নাড়িয়ে যথাযথ উচ্চারণে পড়বেন।