আসসালামু আলাইকুম….
১। অনেক সময় দেরি করার দরুণ মসজিদে একটা কাতারে শুধু আমাকেই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়,অন্য মুস্ললিরা সামনের কাতারে থাকেন। এভাবে এক কাতারে মাত্র ১জন দাড়ালে তা কি বিশুদ্ধ হবে?
২। জামাতে সালাত আদায়ে আল্লাহু আকবার বলে আমি কি সানা,আঊযুবিল্লাহ,বিসমিল্লাহ ৩টাই পড়বো?এগুলা পড়া শেষ হবার আগেই যদি ইমাম কিরায়াত পাঠ শুরু করেন তাহলে আমি কি ক্বিরাত শুনবো নাকি আমি আমার পড়া শেষ করব?
৩। একাকি সালাত আদায়ে ক্বিরাত বা অন্যান্য দোয়া পাঠ করার সময় কি ঠোট নাড়ানো জরুরি(শব্দ না করে),নাকি মনে মনে ঠোট না নাড়িয়ে পড়া যাবে?