নামাজের সিজদায় কি রাব্বি হাবলি মিনাস সলেহিন পড়া যাবে?দোয়া মাসুরার পরে কি সুরা ফুরকান এর আয়াত 74 এবং আল্লাহুমা ইন্নি আঊযুবিকা মিন আযাবিল কাবার… এই দুটি দোয়া একসাথে পড়া যাবে? মানে এক ব বৈঠকেই তিন টি দোয়া পড়া যাবে কিনা?
উত্তর
জ্বী, নামযের সাজদাতে রাব্বি হাবলি মিনাস সলেহি পড়া যাবে। দুআ মাসূরার সময় একাধিক দুআ পড়তে কোন সমস্যা নেই।