As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4608

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 Sep 2018

প্রশ্ন

আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হল যে আমি কিছু বই পড়ে জেনেছি যে আমাদের দেশে আর কি কোয়ান্টাম বলে যা আছে কোয়ান্টাম মেথড কোর্স ইসলাম তা অতটা সমর্থন করেনা। তা ইসলামের বিরুদ্ধে। আমার মা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন সদস্য। তিনি কোয়ান্টাম ধ্যান করে থাকেন কোয়ান্টাম ফাউন্ডেশন গিয়ে। সেইসাথে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে দান করার জন্য একটি ব্যাংক দেওয়া হয়েছে আমার মাকে, আর আমার মা ওই ব্যাংকে টাকা জমা করে থাকে সেখানে দান করার উদ্দেশ্যে । এখন আমি চাই যে সেই টাকাগুলো কোন ইসলামিক ফান্ডে বা কোন দাওয়া অর্গানাইজেশনে দান করব মাকে না জানিয়ে। এখন এটি কি আমার জন্য জায়েজ হবে? বা কোন গুনাহ হবে?

উত্তর

না, আপনার আম্মার টাকা না জানিয়ে দান করা আপনার জন্য জায়েজ হবে না।