As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4593

সালাত

প্রকাশকাল: 27 Aug 2018

প্রশ্ন

জামায়াতের নামাজে কাতারে দাড়ানোর নিয়ম কি? যেমন: প্রথম কাতারে ইমামের পিছনে ডানপাশে তিনজন আর বামপাশে দুইজন বা গণনা না করার মত বেশি কম আছে চোখের ধারনায়। এখন আমি গিয়ে কোন পাশে দাঁড়াবো?

উত্তর

ইমার সাহেবের পিছনে যে কোন এক পাশে দাঁড়ালেই হবে। কোন পাশে লোক বেশী-কম হলে কোন সমস্যা নেই।