As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4587

সালাত

প্রকাশকাল: 21 Aug 2018

প্রশ্ন

আসসালামুআলাইকু।যাকাত বন্টন করার সময় দেখা যাচ্ছে যে, অভাবী নিকট আত্মীয়দের মধ্যে নিজ পিতা-মাতার অবস্থা প্রথম হচ্ছে, সেক্ষেত্রে নিজ পিতা-মাতাকে কি যাকাতের অংশ দেয়া যাবে? উল্লেখ্য আমি পিতামাতাকে প্রতি মাসে একটা নিদিষ্ট পরিমান খরচ দিয়ে থাকি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতা, দাদা-দাদীদেরকে এবং সন্তান ও নাতিদেরকে যাকাত ও ফিৎরা দেওয়া যাবে না। পিতা-মাতার উপার্জন না থাকলে তাদের ভরন-পোষনের দায়িত্ব সন্তানদের। আপনি নির্দিষ্ট পরিমাণ খরচ দেন তাতে তাদের খরচ না মিটলে আপনাকে পরিমাণ আরো বাড়াতে হবে।