আসালামুআলাইকুম। জোহর, আসর,মাগরিব,এশার নিঃশব্দে কিরাতে আমি শুধু সুরা ফাতিহা পড়ি। এটা কি সঠিক? জোহর ও আসরের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা বা আয়ত পড়তে হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে হাদীসের আলোকে ফকীহদের মধ্যে মতবিরোধ আছে। একদল ফকীহর মতে জোহর, আসর,মাগরিব,এশার নিঃশব্দে কিরাতে অর্থাৎ প্রথম দুই রাকআতের পর শেষ রাকাতগুলোতে সূরা ফাতিহা পড়তে পারেন। জোহর ও আসরের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা বা আয়ত পড়তেও সমস্যা নেই।