আসসালামুয়ালাইকুমরাহমাতুল্লহিওবারকাতু হুজুর প্রথমেই বলছি এই প্রশ্নের উত্তরটি এক্টু ভেবে পরিক্ষা করে দিয়েন কেনোনা এটি আমার বাচ্চার ভবিষ্যতের উপর নির্ভর করে। ঘটনাটি বলি আমার বাচ্চার বয়স ১৪ হবে সে জিলা স্কুলে পড়ে আগে অনেক দুষ্ট ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়াত দান করেছেন দির্ঘদিন যাবত সে আল্লাহর নির্দেশ মেনে চলছে নামাজ পরছে রোজা রাখছে আর সারাদিন অয়াজ কুরানের তাফসির দেখে যেমনঃআব্দুল্লাহ জাহাংগির হুজুরের,শায়েখ আহামাদুল্লাহ,৷ আমির হামজা আরো যত হুজুর কুরান নিয়ে ঘাটাঘাটি করে আমরা তার ছোটো ভাইকে হাফেজি পড়াবো নিয়ত করেছি এখন সেও বলে সে হাফেজি পড়বে বড় হয়ে আলেম হবে স্কুল নাকি ভাললাগেনা স্কুলে পড়লে নাকি সান্সকৃতিক অনুষ্ঠানেউপস্থিত হতে হয় আল্লাহ বিরোধি কাজ করতে হয়। । । । । । । । । । । । এখন আমার প্রশ্ন প্লিজ হুজুর ভেবে উত্তরটা দিয়েন
প্রশ্ন; সে কি এখন হাফেজি পড়তে পারবে তার মেধা মোটামুটি ধরেন ৪০℅ থেকে ৫৫℅ হবে এবং সে কিন্তু জিলা স্কুলে ৩৩ তম হয়ে চান্স পেয়েছে এখন পড়েও তার বয়স ১৪ বছর ক্লাস ৭ ম এ পড়ে সে কি হাফেজি পড়তে পাড়বে? কেনোনা আল্লাহর পথে গেলে কেউ ঠকেনা আর আল্লাহ বলেছেন অলাকদ ইসসারনাল কুরানা তিনি কুরানকে সবার জন্য সহজ করেছে। ।