As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4515

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 Jun 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার বয়স ধরেণ ১৪_১৫ হবে আমার প্রশ্ন আমার বাবা মা যদি এমন কোনো কাজ করে যেটি ইসঅলাম শরিয়ত সম্মত না তাহলে কি আমি তাদের ভুল কাজটি নিশেধ করতে পারবো এবং কুরান হাদিস থেকে এই সম্পর্কে বলতে পারবো? যেমন আবার বাবা চুলে কলব লাগায় যদিও এটি ইসলামএ নিশিদ্ধ এবং বলা আছে এই ধরনের ব্যাক্তি জান্নাতের ঘ্রানঅ পাবেনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবশ্যই বলবেন, তবে আদবের সাথে।