আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ
১। একটি নামাযে; প্রতি রাকাতে প্রতি রুকু কিংবা সেজাদায় সমান সংখ্যক এবং একই তসবিহ পাঠ করতে হবে নাকি ইচ্ছেমত কম বেশি এবং ভিন্নরকম তসবিহ পাঠ করা যাবে? ২। শেষ সেজদা দীর্ঘ করা কি বিদআত? (ইচ্ছেমত বেশি বেশি দোয়া শেষ সেজদায় করতে গেলে সেজদা দীর্ঘ হয়ে থাকে)