As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4492

হালাল হারাম

প্রকাশকাল: 18 May 2018

প্রশ্ন

আমি sme banking division এ কর্মরত। আমি মাস ছয়েক হলো উপলব্ধি করলাম সুদের চাকরি আমার জন্য না। আবার ঘরে আম্মু হার্টের রোগী। এখন আমি সুদমুক্ত জীবিকা নির্বাহ করতে চাই। এক্ষেত্রে আমার করণীয় কি?

উত্তর

খুব দ্রুত আপনাকে এই কর্ম ত্যাগ করতে হবে। সুদমুক্ত, হালাল, স্বচ্ছ ও সুন্দর একটি কর্ম আপনাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। আপনি আল্লাহকে ভয় করে এই হারাম কর্ম ত্যাগ করলে অবশ্যই আল্লাহ আপনার রিজিকের পথ বের করে দিবেন। আমরা আপনার জন্য দুআ করে, আল্লাহ যেন এই সমস্যার উত্তম সমাধান করে দেন।