As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4453

সফর

প্রকাশকাল: 9 Apr 2018

প্রশ্ন

একজন চাকরিজীবী,যে বিভিন্ন সময়ে ছুটিতে নিজের গ্রামের বাড়িতে যায়, সেখানে সৰ্বোচ্চ ৫ দিন, ৭ দিন বা ১০ দিন অবস্থান করে, তখন কি ঐ ব্যক্তি মুসাফির হিসাবে গণ্য হবে কিনা বা তাকে নামাজ কসর করতে হবে কিনা?

উত্তর

না, নিজ বাড়িতে গেলে কখনো মুসাফির হিবেবে গন্য হবে না।